সকল মেনু

চোরাচালান প্রতিরোধে দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ টহল

131701584120110926 চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষীরা একটানা তিনঘন্টা যৌথ টহল দিয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এ যৌথ টহল চলে। দর্শনার নিমতলা সীমান্তের ৭৪ নং মেইন পিলার থেকে সাব পিলার ৬ পর্যন্ত এ টহল চলে।বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডের কমান্ডার খোরশেদ আলম জানান, ‘সীমান্তে চোরাচালান প্রতিরোধের জন্য মাঝে-মধ্যে দুদেশের সীমান্তরক্ষীদের নিয়ে যৌথ টহলের আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে শনিবারের এ যৌথ টহলের আয়োজন। এতে বাংলাদেশের পক্ষে ৯ সদস্যের বিজিবি টিমের নেতৃত্ব দেন দর্শনা বিজিবি ক্যাম্পের কমান্ডার খোরশেদ আলম। ভারতের ৯ সদস্য টিমের নেতৃত্বে ছিলেন ভারতের নদীয়া জেলার চাপড়া থানার গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি শর্ভেস কুমার। একমাস এ ধরণের এক যৌথ টহল রাতে করা হয়েছিল। এই নিয়মিত টহল চোরাচালান প্রতিরোধে ভূমিকা রাখবে বলে মনে করেন উভয় দেশের সীমান্তরক্ষীরা।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top