সকল মেনু

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করতে হবে: শাহরিয়ার কবির

0c87860c-d745-4e63-b5d0-df7497de1564 যশোর প্রতিনিধি: চলমান সাম্প্রদায়িক সহিংসতার অবসানে সরকার ও নাগরিক সমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, যেকোন মূল্যে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করতে হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও সরকারকেই উদ্যোগী হতে হবে। তৃণমূল পর্যায়ের প্রশাসনকেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আজ শুক্রবার দুপুর প্রেসক্লাব যশোরে জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজিত এ কথা বলেন।সাম্প্রতিক ঘটনা নিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিদ্ধান্ত নিতে হবে। এ ব্যাপারে কম্প্রোমাইস করলে সারাদেশের জন্য আত্মঘাতী হবে। শিক্ষক শ্যামল কান্তি ভক্তের পাশে দাঁড়িয়েছে সারাদেশের মানুষ। যেমনটি দাঁড়িয়েছিল ২০০১ সালে পূর্ণিমা ধর্ষণের ঘটনায়।
শাহরিয়ার কবির বলেন, সংখ্যালঘুদের সুরক্ষায় তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবিগুলো হলো- সংখ্যালঘু সুরক্ষা আইন (ফৌজদারি), জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন ও সংখ্যালঘু কল্যাণ মন্ত্রণালয় চালু করতে হবে।
শাহরিয়ার কবির উল্লেখ করেন, খুব শিগগির সাম্প্রদায়িক সহিংসতার শ্বেতপত্র প্রকাশ করা হবে। এতে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাম্প্রদায়িকতার চিত্র তুলে ধরা হবে। সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে সরকারকে উদ্যোগী হতে হবে। এজন্য প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় সাবেক প্রধান বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক বলেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। কিন্তু নব্য আওয়ামী লীগাররা দলকে সাম্প্রদায়িক দলে পরিণত করার চেষ্টা করছে। তাদের দ্বারা অনেক ক্ষেত্রে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে। তিনি আরও বলেন, প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ ঠিক না। তবে প্রশাসনে যাতে স্বাধীনতা বিরোধীদের চাকরি দেওয়া ঠিক না।
সভাপতিত্ব করেন গণজাগরণ মঞ্চের আহব্বায়ক কাজী আবদুস শহীদ লাল। বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল, সম্পাদক মন্ডলীর সদস্য শিক্ষাবিদ মমতাজ লতিফ, কলামিস্ট সৈয়দ মাহাবুবুর রশিদ, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবীর জাহিদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মজনু, জেলা সিপিবির সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডিএম শাহিদুজ্জামান, সাংবাদিক সাজেদ রহমান বকুল, শিকদার খালিদ, গোপীনাথ দাস।
স্বাগত বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সভাপতি হারুন অর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top