সকল মেনু

আইসিটি সেমিনারে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন পলক

৪প্রযুক্তি ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ১২ মে : বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক আরো দৃঢ় করতে ৪০ আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নেতৃত্বে ৪০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়া যাচ্ছে। এসময় তথ্য প্রযুক্তি বিষয়ক একটি সেমিনারে অংশগ্রহণ করবেন তারা।

সেমিনারটিতে যৌথভাবে সভাপতিত্ব করবেন জুনায়েদ আহমেদ পলক ও দক্ষিণ কোরিয়ার ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী। আগামী বৃহস্পতিবার শুরু হয়ে ১৫ মে পর্যন্ত এই বৈঠক চলবে।

এ সফরে সফটওয়ার ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ, গেমস অ্যাপ, ভিডিও গেমস ডেভেলপমেন্ট, মোবাইল গেমস ডেভেলপমেন্ট, কার্টন এনিমেশন অ্যাপ, সাইবার সিকিউরিটি সল্যুশন, স্মার্ট লার্নিং ও ই-লার্নিং কন্টেন্ট ডেভেলপমেন্ট কোম্পানির প্রধান নির্বাহীগণ থাকবেন।

কালিয়াকৈর হাই-টেক পার্কের প্রকল্প পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক, এটুআই প্রকল্পের প্রতিনিধি, বেসিসের প্রেসিডেন্টও এই সফরে থাকবেন।

আইসিটি সেমিনার ছাড়াও জুনায়েদ আহমেদ এসময় দেশটির তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top