সকল মেনু

মাদ্রাসা বোর্ডে পাসের হার কমেছে

৪৫নিজস্ব প্রতিবেদক,  হটনিউজ২৪বিডি.কম ১২ মে :  এবার দাখিলের ফলাফলে গত বছরের তুলনায় পিছিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এবার জিপিএ-৫ এর সংখ্যা ৫ হাজার ৪৪৩ ও পাসের হার ১ দশমিক ৯৮ শতাংশ কমেছে দাখিলের ফলে। এবার মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ২২ শতাংশ। ফলাফলের পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর দাখিলে পাসের হার ছিল ৯০ দশমিক ২০ শতাংশ।

এ ছাড়া এবার ৫ হাজার ৮৯৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও গত বছর এ সংখ্যা ছিল ১১ হাজার ৩৩৮ জন। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা এবার প্রায় অর্ধেক কমে গেছে। মোট পরীক্ষার্থীর মাত্র ২ দশমিক ৩৯ শতাংশ জিপিএ-৫ পেয়েছে। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় এবার ২ লাখ ৪৬ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২ লাখ ১৭ হাজার ৩১৪ জন পাস করেছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top