সকল মেনু

চতুর্থ ধাপ নির্বাচন সুষ্ঠু হয়েছে : সিইসি

১.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৮ মে : কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ।

শনিবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

কাজী রকিব উদ্দিন আহমদ বলেন, ‘চলমান ইউপি নির্বাচনের চতুর্থ ধাপে দেশের ৪৭টি জেলার ৭০৩টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে আমরা শুনেছি, কিছু ইউপিতে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে অধিকাংশ ইউপির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। কিছু কিছু স্থানে কালবৈশাখী ঝড় উপেক্ষা করেও ভোটাররা ভোট কেন্দ্রে এসেছেন। মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।’

সিইসি আরো বলেন, ‘আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী, অনিয়মের কারণে এখন পর্যন্ত ৫১টি ভোটকেন্দ্র বন্ধ করা হয়েছে। তবে রিটার্নিং কর্মকর্তাদের সব রিপোর্ট এখনো এসে পৌঁছায়নি। রিপোর্টের ভিত্তিতে যদি অন্য কোনো ব্যবস্থাও নিতে হয়, তা নিতেও ইসি প্রস্তুত। আমরা সবসময় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর।’
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top