সকল মেনু

নাট্য নিকেতনের যুদ্ধ সন্তান নাটক মঞ্চায়িত

cde9e570-8935-4a3d-a91d-81a012d402e7সিরাজগঞ্জ প্রতিনিধি: সংস্কৃতি মন্ত্রনালয় এবং শিল্পকলা একাডেমির সহযোগীতায় পিপলস থিয়েটার এসেসিয়েশন আয়োজিত ১৩তম জাতীয় শিশু কিশোর নাট্যাৎসবের উদ্ধোধনী দিনে সিরাজগঞ্জের নাট্য নিকেতন’র নাটক যুদ্ধ সন্তান মঞ্চায়িত হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মঞ্চে উৎসবের শুভ উদ্ধোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর।এসময় উপস্থিত ছিলেন পিপলস লিটল থিয়েটারের উপদেষ্টা এস এম মহসিন এবং সংস্কৃতি ব্যক্তিত্ব মুস্তফা মোনায়ার। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা পরিচালক লিয়াকত আলী লাকী। উদ্ধোধনী অনুষ্ঠান শেষে শিল্পকলা একাডেমির নৃত্যকলা মঞ্চে নাট্য নিকেতনের নাটক মঞ্চায়িত হয়। এ কে আজাদের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন ইমরান মুরাদ ও দিলীপ গৌর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বনী আহমেদ,বিপুল রাহা,শাওন পাল,রওনক আফরিন বৃষ্টি,দীপা গুপ্ত,নীপা গুপ্ত,শেখ মোঃ উল্লাস,আরাফাত মামুন খান,আবির পাল শচীন,সুজিত মন্ডল,শুভ আহমেদ,আদিত্য গুন প্রমুখ। নাটক শেষে নাট্য নিকেতনের উপদেষ্টা হীরক গুনের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেয় লোক নাট্য দলের সাধারন সম্পাদক পিপলু আহমেদ। নাট্য নিকেতনের যুদ্ধ সন্তান নাটকটি ভাষা আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধ নিয়ে বর্তমান সময়ে ছাত্রদের অজ্ঞতা নিয়ে লেখা হয়েছে পাশাপাশি তুলে ধরা হয়েছে সংগ্রামের ইতিহাস এবং বীরঙ্গনা মায়েদের কথা।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top