সকল মেনু

শনিবার জাবিতে ক্যারিয়ার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

৬

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৭ মে : তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের কর্পোরেট কালচার সম্পর্কেধারণা দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মশালার আয়োজন করেছে ‘ফোরাম অফ ইন্টরেপ্রেনারশিপ এন্ড বিজনেস’ কাব। শনিবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামে সকাল নয়টায় এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

শুক্রবার জাবি সংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কাবের কার্যকরী সদস্য আল আমিন। তিনি বলেন, বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী এ কর্মশালায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন নিলাঞ্জন কুমার সাহা,প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন আমরা নেটওয়ার্ক লিমিটেডের হেড অব মার্কেটিং সুলাইমান সোখন, প্যান প্যাসেপিক সোনারগাঁও হোটেলের ম্যানেজার রাকিবুর রহমান,সিনে ফ্যাক্ট ইন্টারটেইনমেন্টের সিও সালমান মুক্তাদির প্রমুখ।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top