সকল মেনু

শাহজালালে জুতা-বেল্টের ভেতর স্বর্ণ, যাত্রী আটক

১০নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২ মে : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতা ও বেল্টের ভেতর থেকে আড়াই কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

রোববার শরিফ জাকির হোসাইন (৩৯) নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, শরিফ শরীয়তপুর জেলার আবুল কাশেমের ছেলে। তিনি এ বছর তিনবার বিদেশ ভ্রমণ করেছেন।

রোববার ব্যাংকক থেকে আসেন শরীফ। ৪ নম্বর কাস্টমস হল পার হওয়ার সময় তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার জুতার ভেতর থেকে আধা কেজি ওজনের তিনটি এবং বেল্টের ভেতর থেকে আধা কেজি ওজনের একটি স্বর্ণবার ও ছোট ৫টি স্বর্ণবার জব্দ করা হয়।

স্বর্ণবারগুলোর মোট ওজন ২ কেজি ৩৮০ গ্রাম, যার মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা।

শরীফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ড. মইনুল খান।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top