সকল মেনু

চান্দিনায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, আহত ৩

৫নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৫ এপ্রিল : কুমিল্লার চান্দিনায় ককটেল তৈরির সময় বিষ্ফোরণে তিন যুবক আহত হয়েছে। রোববার সন্ধ্যা পৌঁনে ৮টায় উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ রোড এলাকায় ওই ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার মহারং গ্রামের আব্দুর রব এর ছেলে সোহেল (২৪), আবুল কাশেম এর ছেলে হাসান (২৫)। অপরজন হলেন রিপন (২৩), তবে এদের কারো বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আহতদের মধ্যে সোহেল ও হাসানকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে রিপন এর খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পল্লী বিদ্যুৎ রোডের তাহের স্বর্ণকারের তাহের মঞ্জিল ভাড়া নিয়ে ককটেল তৈরি করছিল কয়েকজন যুবক। সন্ধ্যা ৮টা ৫০ মিনিটে হঠাৎ বিকট শব্দের সঙ্গে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যেতেই কয়েকজন যুবক দৌঁড়ে পালিয়ে যায়। এদের মধ্যে দুইজনকে মারাত্মক অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে থাকতে দেখা যায়। রক্তমাখা অবস্থায় অপর একজনকে কোলে তুলে নিয়ে যায় তারা।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মাসুম বিল্লাহ জানান, আহতদের মধ্যে  দুই জনকে হাসপাতালে আনার পর তাদের অবস্থার অবনতি ঘটলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। তবে বাসায় কাউকে পাইনি। বিস্তারিত জানার চেষ্টা করছি।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top