সকল মেনু

খালিয়াজুরীতে বাঁধ ভেঙ্গে ফসল নিমজ্জিত

৪নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৪ এপ্রিল : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় তিনটি ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে বোরো জমিতে পানি ঢুকতে শুরু করেছে। বাঁধ তিনটি হচ্ছে মেন্দিপুর ইউনিয়নের মিয়ার খালের বাঁধ, চাতলিয়া বেড়িবাঁধ এবং খালিয়াজুরি সদরের লক্ষ্মীপুর বাঁধ।

জানা গেছে, ধনু নদী দিয়ে বয়ে আসা পাহাড়ী ঢলের চাপে গত শুক্রবার রাতে মিয়ার খালের (মিয়ার ঢালা) বাঁধ ভেঙ্গে দলা, আমগাছ তল, ফাল্গুনী, নোয়ারবন্দ, ডুলনী এবং চাতলিয়া বেড়িবাঁধ ভেঙ্গে রোয়াইল হাওরে পানি ঢুকতে শুরু করে। অন্যদিকে লক্ষ্মীপুর বাঁধ ভেঙ্গে গৌরা, শিবপুর ও বল্লভপুর হাওড়ে পান ঢুকছে। এসব হাওরের ৩০ ভাগ ধান এখনো কাটা বাকি। বাঁধ ভাঙায় কৃষকরা কাঁচা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছে। এদিকে জগন্নাথপুর এলাকায় ঝালখালি বাঁধটি শুক্রবার ভেঙ্গে যাবার উপক্রম হলেও এলাকাবাসীর সহায়তায় সেটি মেরামত করা সম্ভব হয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top