সকল মেনু

ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের ফাঁসি

Hang20130206040704হটনিউজটোয়েন্টিফোরবিডি.কম,লালমনিরহাট: লালমনিরহাটে গণধর্ষণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় চারজনের ফাঁসির রায় দিয়েছেন দায়রা জজ আদালত। এছাড়াও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।মঙ্গলবার দুপুর ১টার দিকে আসামিদের উপস্থিতিতে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ ওসমান হায়দার এ রায় দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার পঞ্চগ্রাম এলাকার আবুল হোসেনের ছেলে বাদশা হালিম (১৮), একই উপজেলার সিন্দুরমতি গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে মাহাবুব (১৮), বাচ্চা মিয়ার ছেলে রশিদুল (১৯) ও সিংঙ্গেরডাবি গ্রামের তহির উদ্দিনের ছেলে আতাউর রহমান(২০)।প্রসঙ্গত, ২০০৮ সালের ১০ জানুয়ারি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সাকোর পাড় গ্রামের পল্লী চিকিৎসক ছলিম উদ্দিন মণ্ডলের মেয়ে পারভীনা বেগমকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হালিম বাদশাকে পুলিশ গ্রেফতার করেন।১৩ জানুয়ারি লালমনিরহাটের আদালতে হালিম বাদশা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মোতাবেক বাকি তিনজনকে গ্রেফতার করা হয়। আসামিদের লালমনিরহাট জেলা কারাগারে রাখা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top