সকল মেনু

রিজার্ভ চুরিতে দেশের কেউ জড়িত কি না তা তদন্তে দুদক

৪৪.নিজস্ব প্রতিবেদক,  হটনিউজ২৪বিডি.কম ৩০ মার্চ : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেশের কেউ জড়িত কি না, তা অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ খবর জানিয়েছেন।

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬ এর চতুর্থ দিন মঙ্গলবার র্যা লি চলাকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইকবাল মাহমুদ বলেন, ‘বাংলাদেশ ব্যাংক দুদককে কোনো চিঠি না পাঠালেও ২০১৫ সালের মানি লন্ডারিং আইনে কোনো সংস্থার কী কাজ, তা ভাগ করে দেয়া আছে।’ তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। সরকার একটি কমিটি করেছে, সিআইডি রয়েছে। আমরা অনুসন্ধান করছি, দেশের কেউ জড়িত কি না।’

নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ব্যাংকের এ ঘটনায় যদি দেশের কেউ জড়িত থাকে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top