সকল মেনু

দেশের সব খেলার মাঠ দখলমুক্ত করার দাবি

৫.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৯ মার্চ : রাজধানীর গোলাপবাগ মাঠসহ দেশের সব খেলার মাঠ দখলমুক্ত করার দাবি জানিয়েছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। একই সঙ্গে দখল হয়ে যাওয়া বিভিন্ন উন্মুক্ত স্থানকেও দখলমুক্ত করার দাবি জানানো হয়েছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), গোলাপবাগ মাঠ রক্ষা আন্দোলন ও গ্রিন ভয়েস’র আয়োজনে মানববন্ধনে বক্তারা এসব দাবি জানান।

বক্তারা বলেন, খেলার মাঠ দখল হয়ে যাওয়ার কারণে শিশুরা খেলতে পারছে না। ফলে তাদের মানসিক বিকাশ হচ্ছে না। অথচ খেলার মাঠ দখল অব্যাহত রেখেছে দখলকারীরা।

দখল হয়ে যাওয়া সব মাঠ ও খোলা স্থান দখলমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

বাপা’র যুগ্ন সম্পাদক আলমগীর কবিরের সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন- গোলাপবাগ মাঠ রক্ষা আন্দোলনের আহ্বায়ক মাইনুল ইসলাম, গ্রিন ভয়েস’র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারী হীরক সরদার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারী আব্দুস সামাদ প্রমুখ।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top