সকল মেনু

জাহাজ ডুবির ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি

১নংনিজস্ব প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম ৯ মার্চ : বহির্নোঙ্গরে লাইটারেজ জাহাজ ডুবির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌ বাণিজ্য অধিদফতর। মঙ্গলবার অধিদফতরের নটিক্যাল সার্ভেয়ার শেখ জালাল উদ্দিন গাজীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।

কমিটিকে পাঁচদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন নৌ-বাণিজ্য অধিদফতরের প্রিন্সিপাল অফিসার প্রকৌশলী শফিকুল ইসলাম।
কমিটির অপর দুই সদস্য হলেন- চট্টগ্রাম বন্দরের সহকারী হারবার মাস্টার রহমত উল্লাহ খান ও সমুদ্র পরিবহন অধিদফতরের ভারপ্রাপ্ত পরিদর্শক জসিম উদ্দিন পাটোয়ারী।

সিমেন্ট ক্লিংকার নিয়ে আসা শান্তা ব্রিলিয়েন্ট নামে একটি মাদার ভ্যাসেল নোঙ্গর করার সময় ধাক্কা লেগে অলিম্পিক সিমেন্টে’র মালিকানাধীন খান এন্ড সন্স-১ নামে একটি লাইটার জাহাজ সোমবার রাত ১০টার দিকে ডুবে যায়।জাহাজের ১২জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top