সকল মেনু

রেলের ভাড়া বাড়ানোয় চট্টগ্রামে বিক্ষোভ

৫০নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২০ ফেব্রুয়ারি :  রেলের ভাড়া বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)। শুক্রবার নগরীর নিউ মার্কেট চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাসদের চট্টগ্রাম অঞ্চলের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তব্যে নেতারা বলেন, লোকসান কমানো ও যাত্রীসেবার বাড়ানোর নামে ২০১২ সালে দ্বিগুণেরও বেশি ভাড়া বাড়ানো হলেও লোকসানও কমেনি, যাত্রীসেবাও বাড়েনি। ভাড়া বাড়ানোর পর ২০১২ সালে ৮০০ কোটি টাকা লোকসান দিয়েছিল রেল। বর্তমানে সে লোকসান দাঁড়িয়েছে ৯০০ কোটি টাকায়।

বিভিন্ন সংস্থার কাছে রেলের পাওনা আদায় ও হাজার হাজার একর ভূমি অবৈধ দখলমুক্ত করলে রেলকে লাভজনক করা সম্ভব বলে সমাবেশে মত প্রকাশ করেন বাসদ নেতারা।

অবিলম্বে বাড়তি ভাড়া বাতিল, চট্টগ্রামে সার্কুলার ট্রেন চালু ও মন্ত্রী-এমপিদের ‘লুটপাট’ বন্ধ করার দাবি জানানো হয় সমাবেশে । পরে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

হটনিউজ২৪বিডি.কম/ এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top