সকল মেনু

ধ্বংসস্তূপ থেকে ৬০ ঘণ্টা পর বালিকা উদ্ধার

৭.আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ৮ ফেব্রুয়ারি : তাইওয়ানে ভূমিকম্পে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে প্রায় ৬০  ঘণ্টা পর সোমবার এক বালিকাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার  দেশটির তাইনান প্রদেশের বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে এই মেয়ে ছাড়াও তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যার মধ্যে মেয়েটির এক খালাও আছেন।

এর আগে এক নারীকে তার স্বামীর মরদেহের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়। পাশে পড়ে ছিল তাদের সন্তানের লাশ।

সোমবার পর্যন্ত ৩১০ জনকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এর মধ্যে প্রায় ১০০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তা ছাড়া দেশটির কর্মকর্তারা আশঙ্কা করছেন, এখনো প্রায় শতাধিক লোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

১৭ তলা ভবনটি কেন ধসে পড়ল, তা জানতে একটি তদন্ত কমিটি করা হয়েছে। উদ্ধার হওয়া আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ভবনের ধ্বংসস্তূপের চাপায় আটকে থাকা লোকেদের শেষ অবস্থা কী, তা এখনো জানা যায়নি।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top