সকল মেনু

নোভাকে বিয়ে করায় নাট্যনির্মাতা রায়হান খানের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৮ ফেব্রুয়ারি : প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে অভিনয়শিল্পী নোভাকে বিয়ে করায় নাট্যনির্মাতা রায়হান খানকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল কাদের এ রায় দিয়েছেন।

জনপ্রিয় নাট্যনির্মাতা সাইফুল ইসলাম খান প্রকাশ রায়হান খান বর্তমানে পলাতক আছেন।

সংশ্লিষ্ট আদালতের কৌসুলি ও সহকারি পিপি অ্যাডভোকেট উজ্জ্বল কান্তি সরকার  জানান, রায়হান খান ২০০৫ সালের ৫ মে নগরীর হালিশহরের বাসিন্দা ফারহানা আফরোজ হান্নাকে পারিবারিকভাবে বিয়ে করেন।  এরপর প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে ২০১১ সালের ১১ নভেম্বর তিনি নোভাকে বিয়ে করেন।

২০১৪ সালের ২ অক্টোবর হান্না বাদি হয়ে মুসলিম পারিবারিক আইনের ৬ (৫) ধারায় রায়হান খানের বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা দায়ের করেন।  ২০১৫ সালের ৬ মে রায়হান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।  মামলায় দু’জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায়হান খানকে কারাদণ্ড দিয়েছেন।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top