সকল মেনু

এমপি লতিফের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানি মামলা

৩.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৪ ফেব্রুয়ারি :  বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে চট্টগ্রামের সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির মামলা হয়েছে ।

বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে সাবেক যুবলীগ নেতা সাইফুদ্দিন রবি এই মামলাটি করেন।

আইনজীবী ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল জানান, জাতির জনকের ছবি বিকৃত করায় দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি করা হয়েছে। আদালত গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার পদমর্যাদার কোনো কর্মকর্তাকে দিয়ে এর তদন্ত করতে বলেছে।

মামলার বাদী সাইফুদ্দিন রবি জানান, জাতির জনকের মানহানির ক্ষতিপূরণ হিসেবে আমি এক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছি।

সম্প্রতি প্রধানমমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরের সময় চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য লতিফের নামে বিলবোর্ড-ফেস্টুন বন্দরনগরীতে স্থাপন করা হয়েছিল। তাতে বঙ্গবন্ধুর বিকৃত ছবি ব্যবহারের অভিযোগ ওঠে।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top