সকল মেনু

বেলাবতে একদিনে তিন ছেলের যৌতুক বিহীন বিয়ে

index শেখ আঃ জলিল, বেলাব(নরসিংদী) প্রতিনিধি: শখ করে সন্তানের সুখের জন্য পিতা মাতা কত কিছুইনা করে। এমনই এক ব্যতিক্রমী শখ করেছেন বেলাব উপজেলার দক্ষিণ বটেশ্বর গ্রামের নাজির মৃধা নামে এক পিতা। এক দিনে তার তিন শিক্ষিত ছেলের যৌতুক বিহীন বিয়ের আয়োজন করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন। ঘটনাটি ঘটেছে গত ২৯ জানুয়ারী শুক্রবার উপজেলার আমলাব ইউনিয়নের দক্ষিণ বটেশ্বর গ্রামে। ব্যতিক্রমী এই বিয়ের আয়োজন দেখতে সকাল থেকেই আশেপাশের গ্রাম হতে দল বেধে মানুষ ছুটে আসে বিয়ে বাড়িতে।  জানা যায়, উক্ত গ্রামের নাজির মৃধার দীর্ঘদিনের স্বপ্ন ছিল তার ছেলেদের বিয়ের আয়োজনটা স্মরনীয় করে রাখবে। সে অনুযায়ী তিন ছেলের যৌতুক বিহীন বিয়ে ঠিক করে একই দিনে। অনার্স পাশ চাকুরীজিবী বড় ছেলে কাউছার মৃধা(২৮) কে একই উপজেলার বারৈচা গ্রামের আঃ হাই এর অর্নাস পাশ মেয়ে সিমু আক্তারের সাথে। দ্বিতীয় ছেলে বি,এ পাশ কবির মৃধা(২৬) এর বিয়ে একই উপজেলার উজিলাব গ্রামের চাঁন বাদশার অর্নাস পড়–য়া মেয়ে ফাতেমা আক্তারের সাথে। বি,এ, পড়ুয়া ছোট ছেলে মোঃ করিম মৃধার(২৩) এর বিয়ে নরসিংদীর আব্দুল মোতালিবের অনার্স পড়ুয়া কন্যা হৃদয়া আক্তার রিপার সাথে আয়োজন করে। তিন ছেলের বিয়ের বরযাত্রীর গাড়িবহর তিন ভাগে বিভক্ত হয়ে রওয়ানা দেয় বিকাল সাড়ে তিন টায় কনেদের বাড়িতে। বর কাউছার মৃধা জানান, তিন ভাইয়ের একসাথে বিয়ে করার আনন্দটা অন্যরকম লাগছে। তাছাড়া যৌতুক বিহীন বিয়ে করাতে আমরা তিন ভাই সবচেয়ে বেশি খুশি। নাজির মৃধা জানান,তিন ছেলের যৌতুক বিহীন এ বিয়েটা স্মরনীয় করে রাখতে আমার এই ব্যতিক্রমী আয়োজন ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top