সকল মেনু

সাব্বিরের অর্ধশতকে সুবিধাজনক স্থানে বাংলাদেশ

1453291610ক্রীড়া ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ২০ জানুয়ারী :  জিম্বাবুয়ের দেয়ার ১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোঁচট খেলেও সাব্বির রহমানের অর্ধশতকে ভর করে সুবিধাজনক স্থানে পৌঁছে গেছে বাংলাদেশ। ১১.২ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৯৩/৩।

বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ইমরুল কায়েসকে হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ১ রানে চিজোরোর বলে বোল্ড আউট হন দলে ফেরা এই ব্যাটসম্যান। এরপর সাব্বির রহমান ও সৌম্য সরকারের তাণ্ডবে ঝড়ের গতিতে এগোচ্ছিলো স্বাগতিকদের স্কোর। দলীয় ৬৯ রানের মাথায় সৌম্য সরকার আউট হলে রানের গতি কিছুটা কমে আসে। এর পরপরই বিদায় নেন সাব্বির রহমানও।

চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ১৮৮ রানের লক্ষ্য দিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। দলের পক্ষে ম্যালকম ওয়ালার ৪৯ ও সিবান্দা ৪৪ রান করেছেন। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৩টি ও অভিষেক হওয়া আবু হায়দার রনি ২টি উইকেট পেয়েছেন।

বুধবার টস জিতে ব্যাটিং নেয় জিম্বাবুয়ে। এই ম্যাচেও জিম্বাবুয়ের হয়ে টস করেন হ্যামিল্টন মাসাকাদজা, নিয়মিত অধিনায়ক এল্টন চিগুম্বুরা দলের বাইরেই রয়েছেন। খুলনায় বুধবার টি-টোয়েন্টি অভিষেক হয় বাংলাদেশের চার ক্রিকেটারের। আগের ম্যাচের একাদশ থেকে পরিবর্তন আছে পাঁচটি। জিম্বাবুয়ের ইনিংসের ৭ ওভার পর বৃষ্টির বাধায় ২২ মিনিট খেলা বন্ধ থাকলেও কোনো ওভার কাটা যায়নি।

প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৪৫ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয় সফরকারীদের। মাসাকাদজাকে ফেরান অভিষিক্ত মোহাম্মদ শহীদ। দলীয় ৮০ রানের মাথায় সাকিব আল হাসানের বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়েছেন মতুমবামি। এরপর রিচমন্ড মতুমবামি ও ভুসি সিবান্দাকে ফেরান সাকিব আল হাসান।

বাংলাদেশের পাঁচ পরিবর্তনের চারটি পরিবর্তন ছিল অবধারিতই। গত ম্যাচের একাদশে থাকা মুশফিকুর রহিম, শুভাগত হোম, আল আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান নেই শেষ দুই ম্যাচর স্কোয়াডেই। সঙ্গে বিশ্রাম দেয়া হয়েছে ওপেনার তামিম ইকবালকেও। অভিষেক হয়েছে মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, আবু হায়দার রনি ও মুক্তার আলির। আর একাদশে ফিরেছেন ইমরুল কায়েস।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top