সকল মেনু

মেয়ের গাইডবই’র ঠাঁই হয়েছে কারাগার

index যশোর প্রতিনিধি: ঝিকরগাছা উপজেলার কীর্ত্তিপুর গ্রামের বাসিন্দা ৯ সন্তানের জননী হতদরিদ্র বিধবা আলেয়া বেগম (৫০) ফেনসিডিলসহ পুলিশের হাতে ধরা পড়ে এখন ঢুকরে কাঁদছে। ৯ম শ্রেণিতে পড়–য়া মেয়ের গাইডবই কেনার টাকা জোগাড় করতে আপনজনদের কাছে সাহায্য চেয়ে ব্যর্থ হয়ে উপায়ন্তর না পেয়ে মাদক পাচারের পথ বেছে নেন তিনি। কিন্তু তাতে মেলেনি মাদরাসাপড়ুয়া মেয়ের বই কেনার টাকা। বরং ঠাঁই হয়েছে কারাগার। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাত্র ১ হাজার টাকা পারিশ্রমিকে বেনাপোল থেকে মণিরামপুর বাজারে এক ব্যাগ ফেনসিডিল পৌছে দিতে গিয়ে পুলিশের হাতে আটকা পড়েছেন আলেয়া। টেকারে চড়ে ফেনসিডিল নিয়ে ঝিকরগাছা থেকে মণিরামপুর যাবার পথে মণিরামপুর পাইলট স্কুলের পেছনে মানিকতলা মোড় থেকে থানার এএসআই সেলিমসহ সঙ্গীয় ফোর্স তাকে আটক করেন। আটকের পর থানাহাজতে কাঁদতে কাঁদতে সাংবাদিকদের কাছে এসব কথা বর্ণনা করেন তিনি। আলেয়া বেগম জানান, ৭ মেয়ে ও ২ ছেলে রেখে স্বামী ইসমাইল হাওলাদার মারা যাওয়ার পর যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্ত্তিপুরে বাবা আবুল হোসেনের বাড়িতে ঠিকানা হয় তার। ৯ সন্তানের মধ্যে ৭ নম্বর হচ্ছে জয়া (১৫)। সে বর্তমানে যশোর সদরের হামিদপুর মাদ্রাসায় ৯ম শ্রেণিতে পড়ে। মেয়ের গাইড বই কিনতে সকালে চাচাতভাই শহিদুলের কাছে তিনি ৫০০ টাকা চান। শহিদুল টাকা দিতে অনীহা প্রকাশ করায় ঝিকরগাছা রেল লাইনের উপর দিয়ে কাঁদতে কাঁদতে ফিরছিলেন আলেয়া। তখন রেল লাইনের পাশের বস্তি এলাকার মর্জিনা নামের একজনের সঙ্গে দেখা হয়। মর্জিনা তার সব কথা শুনে তাকে বেনাপোল থেকে একব্যাগ ফেনসিডিল মণিরামপুর বাজারে এনে দিতে বলে। বিনিময়ে তাকে দেয়া হবে এক হাজার টাকা। মেয়ের গাইডবই কেনার টাকার কথা ভেবে রাজি হন আলেয়া। সকালে মর্জিনার সঙ্গে বেনাপোল যান এবং একব্যাগ ফেনসিডিল নিয়ে ফেরেন। পরে মণিরামপুরে আনতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন তিনি। মণিরামপুর থানার এএসআই সেলিম জানান, বিকেলে ঝিকরগাছার দিক থেকে একটি টেকার আসছিল। টেকার তল্লাশী করে একটি ব্যাগে থাকা ২০ বোতল ফেনসিডিলসহ আলেয়াকে আটক করা হয়। তিনি জানান, আলেয়ার সঙ্গে কথা বলে মনে হচ্ছে তিনি টাকার বিনিময়ে এগুলো আনছিলেন। তবে ফেনসিডিলের মালিককে আটক করা যায়নি।
মণিরামপুর থানার ওসি তদন্ত  লুৎফুল কবীর বলেন, এ ব্যাপারে অভিযোগের কপি হাতে পেয়েছি। মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top