সকল মেনু

নৌকা প্রতীকে ভোট হলেই আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

2012-12-03-06-01-07-50bc40237a15b-mk-alamgir নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: কিশোরগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর বিজয় প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, নৌকা প্রতীকে ভোট হলেই আওয়ামী লীগ প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়। কিশোরগঞ্জের উপ-নির্বাচন-ই তার প্রমান। তিনি বলেন, আমরা নির্বাচনে হস্তক্ষেপ করিনি, তাই ৪টি কর্পোরেশন নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে। কাজেই ৪টি নির্বাচনে আমাদের যেই পরাজয়ের কথা বলা হয়েছে তাতে আমরা পরাজিত হইনি।

মন্ত্রী বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নবগঠিত নারায়নপুর পৌরসভার কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিরোধী দলীয় নেত্রীর লেখা নিবন্ধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশ সম্পর্কে দুষ্টু কথা বলেছেন। কোনো নেত্রী যদি দেশের উন্নয়ন বা মঙ্গল চান তাহলে এ ধরনের কথা বলতে পারেন না। নিন্দাসূচক কথা বলে তিনি দেশের অমঙ্গল করেছেন। মন্ত্রীর দাবি করেন, জিএসপি সুবিধা বন্ধ হওয়াতে বাংলাদেশের তেমন কোনো ক্ষতি হবে না।

নারায়নপুর পৌর আওয়ামী লীগের সভাপতিত্বে বজলুর রশিদ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এম রফিকুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নির্মল গোস্বামী, জেলা আওয়ামী লীগ সভাপতি শামসুল হক ভূঁইয়া, সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পুলিশ সুপার মো. আমির জাফর, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম গিয়াস উদ্দিন প্রমুখ।

এর আগে মন্ত্রী নারায়নপুর ডিগ্রি কলেজের আইসিটি ল্যাব ও বৃক্ষ রোপণ কর্মসূচি, বিদ্যুৎ সরবরাহ লাইনের উদ্বোধন এবং কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।

উল্লেখ্য, মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের ২৪টি গ্রামে জনসংখ্যা প্রায় ৬০ হাজার, এর মধ্যে ৩০ হাজার ভোটার নিয়ে গত ২০১০ সালের ১৫ জুলাই সরকার এক প্রজ্ঞাপনে মাধ্যমে নারায়নপুর ইউনিয়নকে পৌরসভা ঘোষণা করে। অবশেষে অনেক প্রতীক্ষার পর গত ২৭মে মতলব দক্ষিণ উপজেলার নিবাহর্াী কর্মকর্তাকে উক্ত পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top