সকল মেনু

তিন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে: সিইসি

rakibuddin11430225645 নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তিন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ শেষে মঙ্গলবার বিকেল ৬টার দিকে নির্বাচন কমিশনের সচিবালয়ের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটির তিনটি ভোটকেন্দ্র রিটার্নিং কর্মকর্তার নিয়্ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ ছাড়া কয়েকটি কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটায় সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।’

সেনাবাহিনী মোতায়েন প্রশ্নে সিইসি বলেন, ‘পরিস্থিতি এতটা খারাপ হয়নি যে সেনাসদস্যদের ডাকা প্রয়োজন ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন ছিল।’

বিএনপির ভোট বর্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা দলীয় নির্বাচন নয়। তা ছাড়া কেউ নির্বাচন কমিশনের  কাছে লিখিতভাবে বর্জনের কথা জানাননি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top