সকল মেনু

বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক -৫৬

index যশোর প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট বাদে বাগান পথে ভারত থেকে দেশে ফেরার সময় ৫৬ জন নারী-পুরুষ শিশু সহ ৩ জন হিজড়া কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাত ২ ঘটিকার সময় তাদের আটক করে। আটকদের মধ্যে ২৮ জন পুরুষ, ১৬ জন নারী, ৯ জন শিশু ও ৩ জন হিজড়া রয়েছেন। আটককৃতদের বাড়ি যশোর, খুলনা , নড়াইল, কুষ্টিয়া পিরোজপুর, ঢাকা ও ফরিদপুর জেলার বিভিন্ন গ্রামে। ২৬ বিজিবি’র সিও লে, কর্নেল জাহাঙ্গীর হোসেন জানায়, গভীর রাতে আটক নারী, পুরুষরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে এপারে প্রবেশ করে। এসময় বিজিবি সদস্যরা তাদের আটকের পর অবৈধ পারাপার আইনে অভিযোগ দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে। পরবর্তীতে সেখান থেকে তাদের যশোর আদালতে পাঠানো হবে। বেনাপোল পোর্ট থানার ওসি অপুর্ব হাসান বিষয়টি  নিশ্চিতকরে জানান , আটককৃতদের যশোর আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top