সকল মেনু

বাণিজ্য মেলায় আকর্ষণের কেন্দ্রবিন্দু ওয়ালটন প্যাভিলিয়ন

অর্থনৈতিক রিপোর্টার (৩১জানুয়ারি) : দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন এবং মানসম্পন্ন সর্বাধুনিক পণ্য সম্ভারে সজ্জিত ওয়ালটন প্যাভিলিয়ন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ক্রেতা-দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মেলার প্রধান ফটক থেকে সম্মুখে তাকালেই তিনতলা বিশিষ্ট অত্যাধুনিক সুসজ্জিত প্যাভিলিয়ন, সামনে দৃষ্টিনন্দন ফুলবাগন ও সুপ্রশস্ত খোলা জায়গা। ভেতরে ঢুকলেই চোখে পড়বে সর্বাধুনিক মডেলের মোবাইলফোন সেট, টেলিভিশন, ফ্রিজ, মোটরসাইকেল, এসি ও জেনারেটরসহ চারশতাধিক পণ্যের সমারোহ ওয়ালটন প্যাভিলিনয়কে পৌঁছে দিয়েছে ঈর্ষণীয় পর্যায়ে। সাপ্তাহিক ছুটির দিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, দুপুরের পর থেকেই মেলার প্রধান ফটকে ক্রেতা ও দর্শনার্থীদের ঢল নামে। ক্রমশ টিকেট বিক্রি এবং মেলা প্রাঙ্গনে প্রবেশের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। সন্ধা নাগাদ মেলা প্রঙ্গান জনসমুদ্রে পরিণত হয়। মেলার প্রধান ফটক দিয়ে প্রবেশ করলে ঠিক সামনেই চোখে পড়ে ওয়ালটন প্যাভিলিয়ন। প্রতিদিন সকাল থেকে রাত অবধি হাজার হাজার দর্শক-ক্রেতার পদভারে মুখর হয়ে থাকছে ওয়ালটনের ১৮ নম্বর এ প্রিমিয়ার প্যাভেলিয়নটি। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, ক্রেতাদের চাহিদা ও রুচিবোধকে মাথায় রেখে ওয়ালটন মেলায় নিয়ে এসেছে নতুন কিছু আপডেট মডেলের পণ্য। প্রযুক্তি পণ্যে এবারের মেলার প্রধান আকর্ষণ ৮৫ ইঞ্চি সাইজের স্মার্ট এলইডি টিভি। এ ছাড়া দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের প্রায় ৩০ মডেল ও ৬৫ কালারের ফ্রিজ, ১২টি মডেলের মোটরসাইকেল, ৩৫ মডেলের মোবাইল ফোনসেট এবং ৫ মডেলের জেনারেটরসহ এলসিডি, এলইডি, থ্রিডি, সিআরটি টিভি, মাইক্রোওয়েভ ওভেন, গৃহাস্থলী পণ্য প্রদর্শন করা হচ্ছে মেলায়। রাখা হয়েছে বেশকিছু পণ্যের আপ-কামিং মডেল। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভেলিয়নে কথা হয় রাজধানীর যাত্রবাড়ী থেকে আসা গৃহিনী মাহমুদা ইসলামের সাথে। তিনি বলেন, দেশী পণ্য হিসেবে ওয়ালটন আমাদের কাছে সবসময়ই আকর্ষণীয়। তা ছাড়া ওয়ালটনের প্রতিটি পণ্য বিশ্বমানের। কোন কিছু কিনতে গেলে আমি সবার আগে দেশী এবং মানসম্পন্ন পণ্য হিসেবে ওয়ালটনের কথাই চিন্তা করি। এজন্য মেলায় এসে সবার আগে ওয়ালটনের প্যাভিলিয়নে প্রবেশ করেছি। এখানে তো দেখছি ফ্রিজ, টেলিভিশন ছাড়াও ব্লেন্ডার, টোস্টার, রাইস কুকার, আইরন মেশিন, জুসারসহ অনেক কিছুই আছে। আমি সব সময়ই বিশ্বাস করি, বিদেশের বহু সাধারণ পণ্যের চেয়ে ওয়ালটনের দেশী পণ্য অনেক বেশি মানসম্পন্ন। বাণিজ্য মেলার দর্শনার্থীদের কাছে ওয়ালটনের প্যাভিলিয়ন আকর্ষণীয় হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রতিষ্ঠানের জনসংযোগ ও মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক হুমায়ূন কবির বলেন, ওয়ালটন আমাদের দেশীয় ব্র্যান্ড। পণ্যের গুণগত মান দিয়ে ওয়ালটন ইতিমধ্যে দেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের গন্ডি ছাড়িয়ে ওয়ালটন ফ্রিজ, টেলিভিশন ও মোবাইল সেটসহ বেশকিছু পণ্য বিদেশে রপ্তানি করে বিদেশীদেরও মন জয় করতে সক্ষম হয়েছে। কাজেই মেলায় আসা প্রতিটি বাংলাদেশি নাগরিকের কাছেই ওয়ালটনের প্যাভিলিয়ন যেন গৌরবময় ঠিকানা।  মূলত তিনটি কারণে ওয়ালটন প্যাভিলিয়নে ক্রেতা-দর্শনার্থীদের ভীড় বেশি জানিয়ে তিনি বলেন, প্রথমত: প্যাভিলিয়নটি মেলায় প্রবেশ পথ গেটের খুব কাছাকাছি, মূল গেইটের সামনে দাঁড়ালেই এটি সবার চোখে পড়ছে। দ্বিতীয়ত: দৃষ্টিনন্দন কারুকাজ ও আকর্ষণীয় সাজসজ্জা, প্যাভিলিয়নের সামনে সুপ্রশস্ত খালি জায়গা এবং ক্রেতা-দর্শনার্থীদের সুবিধার্থে লিফটের ব্যবস্থা। সর্বপরি বিশ্বমানের পণ্যের সমারোহ থাকায় ওয়ালটন প্যাভিলিয়ন ক্রেতা-দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ওয়ালটন প্যাভিলিয়নের ইনচার্জ আকরামুজ্জামান অপু জানান, দেশীয় ব্র্যান্ড হওয়ায় মেলাতে ওয়ালটন প্যাভিলিয়নের প্রতি মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। একই সঙ্গে মেলার প্রথম দিন থেকেই ওয়ালটনের সব ধরনের পণ্য আশানুরূপ বিক্রি হচ্ছে। তবে বেশি বিক্রি হচ্ছে ওয়ালটনের স্মার্টফোন। তিনি বলেন, গত বছর বাণিজ্য মেলায় ১৩৬ প্রকার পণ্য ছিল, এবার তা কয়েক গুণ ছাড়িয়ে গেছে। এসব পণ্য দেখতে ও কিনতে সবাই ভীড় করছেন মেলাতে। ওয়ালটন প্যাভিলিয়নে এবারের বিক্রি অতীতের সব রেকর্ড ভঙ্গ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top