সকল মেনু

নতুন মন্ত্রীরা দায়িত্ব বুঝে নিচ্ছেন

 হটনিউজ প্রতিবেদক,১৩জানুয়ারি,ঢাকা:  নব্যগঠিত সরকারে যোগ দেয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা যার যার দফতরে এসে দায়িত্ব বুঝে নিতে শুরু করেছেন। আর মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মন্ত্রিসভার নতুন সদস্যদের। সোমবার সকাল সোয়া ৯টার পর সচিবালয়ে এসেই শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে বসেন মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, যিনি গত সরকারেও এ দায়িত্বে ছিলেন। এর পরপরই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আসেন এ দফতরের নতুন মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। গত সরকারের ভূমি প্রতিমন্ত্রী ফিজার এবার পূর্ণ মন্ত্রী হয়েছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দায়িত্বপ্রাপ্ত অন্য মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও অফিসে আসছেন। প্রথম দিন তারা কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মতবিনিময় করবেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন ৪৯ সদস্যের মন্ত্রিসভায় ২০ জন মন্ত্রী, ১৪ জন প্রতিমন্ত্রী এবং দুই জন উপমন্ত্রী নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। বাকি ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী আছেন আগের মন্ত্রণালয়েই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top