সকল মেনু

যশোরের শার্শা বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে মতবিনিময় সভা

বেনাপোল, যশোর প্রতিনিধি : যশোরের শার্শা বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে শনিবার বেলা ১১টায় শিক্ষক, অভিভাবকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা কলেজে অধ্যক্ষ মোহাম্মদ হাসানুজ্জামান (অনুপম)। এসময় আরো বক্তব্য রাখেন অভিভাবক ফাতেমা খাতুন, হালিমা খাতুন, শিক্ষক লাকী রানী বিশ^াস, সাবিনা খাতুন, নিলুফা ইয়াসমিন, মনির হোসেন, তুর্জ, নাইম, ইমন প্রমূখ। মতবিনিময়সভা শেষে শিশু শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, প্রতিবন্ধীরা আজ আর কারো বোঝা নয়। তাদের সঠিকভাবে আমরা পরিচর্যা করতে পারলে তারা একদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্ন ধরণের প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top