সকল মেনু

সু চির সঙ্গে ৩ দফায় আলোচনা হয়েছে: জাতিসংঘ দূত

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র সঙ্গে ৩ দফায় রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছেন সে দেশে নিয়োজিত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন স্ক্রানার। তিনি জানিয়েছেন, সু চির সঙ্গে তার আলোচনা ইতিবাচক ছিল। এক সময়ের ওই গণতন্ত্রপন্থী নেত্রী আন্তর্জাতিক অঙ্গনে নিন্দিত হলেও সংকট নিরসনের ব্যাপারে মনোযোগী বলে দাবি করেছেন জাতিসংঘ দূত।

দুই মাস আগে দায়িত্ব নেওয়ার পর থেকে জাতিসংঘ দূত বার্জানার দুইবার মিয়ানমার সফর করেছেন। এছাড়া আগামী সেপ্টেম্বর মাসে দেশটিতে যাওয়ার পরিকল্পনা করেছেন। এই সফরে তিনি মিয়ানামারের অন্যান্য রাজ্যও পরিদর্শন করবেন। মিয়ানমার নেত্রী অং সান ‍সু চি’র সঙ্গে ৩ দফায় আলোচনা হওয়ার কথা জানিয়ে ক্রিস্টিন স্ক্রানার বার্জানার জানান, মিয়ানমারে একটি অফিস খোলার ব্যাপারে সে দেশের সরকারের ইতিবাচক সাড়া পেয়েছেন তিনি।
সু চির সঙ্গে ‘খুব গঠনমূলক, খুবই খোলামেলা ও খুবই বন্ধুত্বপূর্ণ’ সংলাপ হয়েছে বলেও জানিয়েছেন বার্জানার। তার দাবি, সংকট নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়লেও সু চি বিষয়টির সমস্যা ও আশঙ্কার ব্যাপারে খুবই সতর্ক পদক্ষেপ নিচ্ছেন। বার্জানার দাবি করেন, মিয়ারনমারের নেতারা রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে ফেরত নিতে চান। কিন্তু সেখানে সরকারের সঙ্গেই রোহিঙ্গাদের বিভাজন রয়েছে তাই নয়, সেখানে মুসলিম সংখ্যালঘুদের সঙ্গে রাখাইনের সংখ্যাগুরু বৌদ্ধদেরও বিভাজন রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top