সকল মেনু

রোনালদোকে পেছনে ফেলে একধাপ এগিয়ে মেসি

 

 

রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্ব থেকেই একই দিনে বিদায় নেয় লিওনেল মেসিদের আর্জেন্টিনা ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। তবে দল ব্যর্থ হলেও রাশিয়া বিশ্বকাপে হ্যাটট্রিকসহ চার গোল করেন রোনালদো। সেই বিবেচনায় মাত্র একটি গোলটি করেন বার্সেলোনার এই তারকা।

তবে রাশিয়া বিশ্বকাপে গোলের সংখ্যায় রোনালদোর কাছে হেরে গেলেও ব্যক্তিগত উপার্জনে তার চেয়ে এগিয়ে রয়েছেন মেসি। ২০১৭ সালের আয়ে রোনালদোকে পেছনে ফেলে একধাপ এগিয়ে গেছেন মেসি। সম্প্রতি বিখ্যাত স্প্যানিশ প্রচারমাধ্যম ‘মার্কা’ তাদের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। সেখানেই এই তথ্য সামনে এসেছে।

ফোর্বস ম্যাগাজিনের বিচারে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ২০১৭ সালে মোট আয় করেছেন ১১১ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ টাকায় প্রায় এক হাজার কোটি টাকা। তার চেয়ে প্রায় আড়াই কোটি টাকা কম (১০৮ মিলিয়ন মার্কিন ডলার) আয় হয়েছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top