সকল মেনু

ফাইনাল ম্যাচের আগে দলকে কী বলেছিলেন ফরাসি কোচ?

 

রাশিয়া বিশ্বকাপে রবিবার রাতে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে ফ্রান্স। এরপরই আলোচনায় চলে আসে আসছে মানসিক শক্তির বিষয়টি। বলা হচ্ছে, ম্যাচের আগে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যমের বক্তৃতাই ফরাসিদের মধ্যে জয়ের মানসিকতা এনে দিয়েছেন।

এক গুরুত্বপূর্ণ বক্তব্যে কোচ বলেছিলেন, ‘রবিবার তোমাদের জীবনটাই বদলে যাবে। মনে রেখো, বিশ্বকাপের এই ফাইনাল ম্যাচটা শেষ হওয়ার পরে সবাই বিজয়ীদেরই মনে রাখেন। কেউ পরাজিতদের মনে রাখেন না। কাজেই ফাইনাল ম্যাচটা খেলার জন্য মাঠে নামার দরকার নেই। মাঠে নামতে হবে ম্যাচটা জেতার জন্য। সে ভাবেই প্রস্তুতি নাও।’

এছাড়া ফুটবলারদের মধ্যে দেশাত্মবোধ জাগানোর জন্য দেশ্যম আরও বলেন, ‘দেশ তোমাদের অনেক কিছুই দিয়েছে। ফুটবলের সর্বোচ্চ মঞ্চে প্রতিষ্ঠা দিয়েছে। এবার দেশের জন্য তোমাদের কিছু করার পালা। শুধু দেশ নয়। তোমাদের নিজেদের ও পরিবার, বন্ধুবান্ধবদের জন্য ম্যাচটা জিতে ফিরতে হবে।’

জানা গেছে, ফরাসি কোচের এই কথাগুলো শুনে এনগোলো কন্তে, পাভার্ডদের চোখে পানি এনে দেয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top