সকল মেনু

বন্ধ বেনাপোল স্থল বন্দর

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি : মহান মে দিবস ও শবে-বরাত উপলক্ষে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য টানা দুইদিন বন্ধ থাকছে। তবে এ পথে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানা গেছে।মঙ্গলবার (০১ মে) সকাল থেকে কোনো ট্রাক আমদানি পণ্য নিয়ে ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করেনি।বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গল ও বুধবার (১ ও ২ মে) মে দিবস ও শবে-বরাত উপলক্ষে সরকারি ছুটিতে বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৩ মে) সকাল থেকে ফের বন্দরের কার্যক্রম শুরু হবে।বন্ধের মধ্য বন্দরে আমদানি পণ্যের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে বলেও জানান তিনি।বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ছুটিতে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও এপথে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top