ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০১৫, নিরাপদনিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে।
আজ সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএর) প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারলের সাথে বৈঠকের পর এ কথা বলেন তিনি ।
সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলকে নিরাপত্তা বিষয়ে নেয়া পদক্ষেপ সম্পর্কে জানানো হয়েছে। এছাড়া জানতে চাওয়া হয়েছে তারা আরো কি ধরনের নিরাপত্তা চায়।’
তিনি আরো বলেন, ‘আমাদের মনে হয় নিরাপত্তা বিষয়ে তারা সন্তষ্ট। আশা করি অস্ট্রেলিয়া ক্রিকেট দল সফরে আসবে এবং তারা খেলবে।’
বিসিবি প্রধান নাজমুল নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, ‘আমরা বিশ্বকাপের মতো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।’
তিনি বলেন, ‘এর আগে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা খেলেছে। তাদের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হয়নি।’
কবে নাগাদ অস্ট্রেলিয়া আসতে পারে- এ প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘বিষয়টি অস্ট্রেলিয়া সরকার ও সে দেশের ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’
ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক বলেন, ‘আমরা বাংলাদেশে খেলতে চাই।’
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের হঠাৎ একটি বার্তা পেয়ে শেষ মুহূর্তে বাংলাদেশ সফর পিছিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এরপর বাংলাদেশ পরিস্থিতি পর্যালোচনা করতে রোববার ঢাকায় আসেন সিএর প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারল।-বাসস
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।