সকল মেনু

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ২ দিন ব্যাপী প্রযুক্তি উৎসব বুধবার থেকে শুরু

hngcjটাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইদিন ব্যাপী প্রযুক্তি উৎসব বুধবার থেকে শুরু হচ্ছে। প্রযুক্তি উৎসব উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোঃ আলাউদ্দিন। দুইদিন ব্যাপী প্রযুক্তি উৎসবের মধ্যে প্রথম দিন ফিফা ও মোস্ট ওয়ান্টেড খেলার প্রতিযোগিতা, শিক্ষার্থীদের তৈরি সফটওয়ার প্রদর্শনী, আউট সোর্সিং বিষয়ে প্রশিক্ষণ ও নবায়নযোগ্য সৌর শক্তির ল্যাব উদ্বোধন এবং দ্বিতীয় দিনে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও কম্পিটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত উৎসবে দেশের সরকারী ও বেসরকরী বিশ্ববিদ্যালয়ের ৩৫ টি দল অংশগ্রহণ করবে। পুরস্কার বিতরণ করবেন খাদ্য মন্ত্রী ড.মোঃ আব্দুর রাজ্জাক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top