সকল মেনু

৩৭৮ জনের চাকুরি স্থায়ী করনের দাবিতে আন্দোলনে নেমেছে

images (1)ইকবাল হোসেন, রংপুর অফিস:রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিসহ ৩৭৮ জনের চাকুরি স্থায়ী করনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুঁলিয়ে আন্দোলনে নেমেছে কর্মকর্তা-কর্মচারিরা। আজ চাকুরি স্থায়ী করনের দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। এরপর তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে সেখানে অবস্থান করে। এতে করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল জলিল মিয়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিষেধাজ্ঞা সত্বেও অবৈধভাবে ওইসব কর্মকর্তা কর্মচারিদের নিয়োগ দেন। ফলে তাদের বেতন ভাতা বন্ধ রয়েছে।

আন্দোলনকারি সেকশন অফিসার আতিকুজ্জামান ও কর্মচারি ইউনিয়নের সাধারন সম্পাদক রশিদুল ইসলাম জানান তাদের আন্দোলন চলবে যতক্ষন পর্যন্ত তাদের চাকুরি বিষয়ে কোন সুরাহা হবে না।

 

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নুর-উন-নবী জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতি ছাড়া অতিরিক্ত নিয়োগকারিদের চাকুরি স্থায়ী করা সম্ভব নয়, তাই তাদের বেতনও হচ্ছে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top