সকল মেনু

চালু হলো ‘চীনের বিশ্বব্যাংক’

1452948070আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ১৬ জানুয়ারি :  মার্কিন নেতৃত্বাধীন বিশ্বব্যাংকের সঙ্গে টেক্কা দিতে একটি আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংক চালু করেছে চীন। এর নাম এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে এক অনুষ্ঠানে এআইআইবি উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। প্রথম থেকেই এটিকে ‘চীনের বিশ্বব্যাংক’ বলে উল্লেখ করছেন অনেক বিশ্লেষক।

ওয়াশিংটনের বিরোধিতা সত্ত্বেও এর সঙ্গে যুক্ত হতে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া, ব্রিটেন, জার্মানি, ইতালি, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়া। চীনের প্রেসিডেন্ট বলেন, ‘এশিয়ার অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা ব্যাপকভাবে বেড়েছে। প্রয়োজন উচ্চ মান, তবে কম খরচে।’

রয়টার্স জানিয়েছে, এআইআইবি প্রথম পাঁচ-ছয় বছরে বার্ষিক এক হাজার কোটি থেকে এক হাজার ৫০০ কোটি ডলার ঋণ দেবে। আজ থেকে এর কার্যক্রম শুরু হলো।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top