সকল মেনু

রাজধানীর হাজারীবাগে বন্দুকযুদ্ধে নিহত ২

news_imgনিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৪ জানুয়ারি : রাজধানীর হাজারীবাগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জঙ্গি দমন সেলের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় আব্দুল্লাহ নোমান (৩০) ও  মো. কামাল হিরণ (৩৫) নামে দু’জন গুলিবিদ্ধ হয়। পরে তাদেরকে প্রথমে শিকদার হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হলে ‍কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বুধবার রাত সাড়ে ১২ টার দিকে শিকদার মেডিক্যাল হাসপাতালের পেছনে বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আলিমুজ্জামান গোয়েন্দা পুলিশের বরাত দিয়ে রাতে বলেন, ‘শিকদার মেডিক্যালের পাশে গোপন সংবাদে গোয়েন্দারা অভিযান চালায়। গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি করতে থাকে। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় দু’জন গুলিবিদ্ধ হয়। রাত পৌনে ১ টার দিকে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সানোয়ার হোসেনের এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘বুধবার রাত সাড়ে ১০ টার দিকে কামরাঙ্গিরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোনার বাংলা নামের একটি জঙ্গি সংগঠনের ৩ জঙ্গিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে শিকদার মেডিক্যালের কাছে অভিযান পরিচালনা করলে এ ঘটনা ঘটে। নিহত দু’জন জঙ্গি কর্মকান্ডের সঙ্গে জড়িত।’

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top