সকল মেনু

রাজধানীতে ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই

chinti_sm_526594354নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১২ জানুয়ারী :  রাজধানীর কদমতলীতে মুরাদ(২২)নামে এক যুবকের কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কামাল নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কদমতলীর গ্যাসরোডের ৭ম তলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মুরাদ সরকারি কবি নজরুল কলেজের ২য় বর্ষের ছাত্র। তিনি কদমতলীর চিটাগাং রোডের ১০ তলা এলাকায় বাস করেন।

মুরাদের বোন জামাই ইব্রাহিম বলেন, রাজধানীর রায়েরবাগে আমার একটি মাল্টিপারপাস ব্যবসা আছে। রাতে আমার স্ত্রী খাদিজা আক্তার ও মুরাদ অফিস থেকে আড়াই লাখ টাকা নিয়ে বাসায় যাচ্ছিলেন। এ সময় তারা কদমতলীর গ্যাসরোডের ৭ম তলা এলাকায় পৌঁছালে আমার ব্যবসার গ্রাহক কামালসহ ১০/১২ জন পথরোধ করেন।

পরে মুরাদ ও আমার স্ত্রীকে মারপিট করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়। এতে মুরাদ আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি।

কদমতলী থানার পরিদর্শক (অপারেশন) সাইফুল ইসলাম জানান, ছিনতাইয়ের অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কামাল নামে একজনকে আটক করা হয়েছে।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top