সকল মেনু

‘প্রয়োজনে’ হেঁটে আদালতে যাবেন প্রধান বিচারপতি

1452581280নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১২ জানুয়ারী : রাজধানী ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কলুষমুক্ত রাখতে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। মঙ্গলবার সকালে সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি উদ্বোধনের সময় তিনি একথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, দিল্লি শহরকে গাড়ির কালো ধোয়ার দূষণমুক্ত রাখতে সেখানকার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জোড় বিজোড় সংখ্যার ভিত্তিতে গাড়ি চলাচলের নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের পরে ভারতের প্রধান বিচারপতি বলেন, ‘‘শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনে আমি বাসে এমনকি হেঁটে আদালতে আসবো।” ভারতের প্রধান বিচারপতির বক্তব্যে আমিও সুর মিলিয়ে বলছি আপনি (ঢাকা দক্ষিণ মেয়র সাঈদ খোকন) শহরকে কলুষমুক্ত রাখুন। প্রয়োজনে আমিও হেঁটে আসতে রাজি আছি।

প্রধান বিচারপতি বলেন, ঢাকার স্যুয়ারেজ লাইন যদি বুড়িগঙ্গা নদীতে যাওয়া বন্ধ করা যায় তাহলে এই শহর আরো সুন্দর হবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, আমরা ২০১৬ সালকে পরিচ্ছন্নতার বছর হিসেবে ঘোষণা করেছি। এই লক্ষ্যে শহরের প্রত্যেকটি নাগরিককে মেয়রের ভূমিকায় দেখতে চাই। যদি প্রত্যেক নাগরিক উদ্যোগ নেয় তাহলেই শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্টার (বিচার ও প্রশাসন) সাব্বির ফায়েজসহ হাইকোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top