সকল মেনু

পদ্মা সেতু নিয়ে এখনো রাজনীতি চলছে

1452431318নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১০ জানুয়ারি : সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কমিশন খাওয়ার অভ্যাস আমাদের নেই। যাদের আছে তারা কমিশনের কথা বলে পদ্মা সেতুকে আবারো অন্ধকারের দিকে ঠেলে দিতে যাচ্ছে। পদ্মা সেতু নিয়ে রাজনীতি না করে এখানে এসে দেখে যান কি হচ্ছে।’

রোববার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছির পদ্মা সেতু সার্ভিস এরিয়া ওয়ানে এক সংবাদ সন্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘তিনি বলেছেন আমরা কমিশনে অন্তর্ভুক্ত হয়েছি। তাই পদ্মা সেতুর নির্মাণ ব্যয় বেড়েছে। আসলে আমাদের কমিশন খাওয়ার অভ্যাস নেই। কমিশন খাওয়ার অভ্যাস আপনাদেরই ছিল।’

ফখরুলকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ‘কমিশনের কথা বলে পদ্মা সেতুর কাজকে অন্ধকারের দিকে ঠেলে না দিয়ে আপনার নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে পদ্মা পাড়ে এসে দেখে যান এখানে কি হচ্ছে।’

সেতু মন্ত্রী বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘কমিশনের অপবাদ দিবেন না। রাজনৈতিক অভিপ্রায়ে পদ্মা সেতুর অতিরিক্ত নির্মাণ ব্যয় নিয়ে অন্ধকারে ঢিল ছোড়বেন না।’

সেতুটির নির্মাণ ব্যয় প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু হচ্ছে বিশ্বের ১৭তম বৃহত্তম সেতু। ডলালের দাম ৬৯ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৭৮ টাকায় দাঁড়িয়েছে। ২০১০ সালে ডিপিপি করার সময় পুরোপুরি করা হয়নি। ২০১০ সালের পরে কনস্ট্রাকশন ইয়ার্ড করতে চার বছর লেগেছে। পাঁচ শ একর অতিরিক্ত জমি অধিগ্রহণ করতে হয়েছে। মাওয়ায় ১.৩ কিমি নদী শাসনের জন্য ও জাজিরায় ২ কিলোমিটার কনস্ট্রাকশন ইয়ার্ডে জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হয়েছে। উভয় পাড়ে সড়ক নির্মাণ দীর্ঘ ও চওড়া করা হয়েছে। যে কারণে নির্মাণ ব্যয় বৃদ্ধি পেয়েছে।

এ সময় পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (নদী শাসন) সারফুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী (পুনর্বাসন) তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top