সকল মেনু

ঐতিহ্যশালী খড়গপুর বইমেলার উদ্বোধন করলেন উপ হাইকমিশনার

Vaskor_608065591আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ৩ জানুয়ারি : পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহ্যশালী বইমেলা ‘খড়গপুর বইমেলা’-এর উদ্বোধন করলেন বাংলাদেশ উপ হাইকমিশনার জকি আহাদ। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার সব থেকে বড় বই মেলা ‘খড়গপুর বইমেলা’।

এই বইমেলা ২০১৬ সালে ১৬ বছরে পা দিল। বই মেলার উদ্বোধন করে শুভেচ্ছা ভাষণ দেন উপ হাইকমিশনার জকি আহাদ। এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

খড়গপুরের বিদ্যাসাগর আবাসন (টাউন হল) প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গের বিখ্যাত প্রকাশকরা এই মেলায় অংশ গ্রহণ করেছে। সঙ্গে আছে লিটিল ম্যাগাজিনের স্টল। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top