সকল মেনু

মেয়র আইভীর অভিযোগ খতিয়ে দেখতে দুদকের টিম পুনর্গঠন

narayanganj_city_iveebg_767721996নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৯ ডিসেম্বর : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ যাছাইয়ে অনুসন্ধান টিম পুনর্গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে এ টিমের প্রধান দুদকের কর্মকর্তা মীর জয়নুল আবেদীন শিবলী থাকলেও সম্প্রতি উপ-পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি হওয়ায় আরেকজন কর্মকর্তাকে প্রধান করে টিম পুনর্গঠিত করা হয়।

বর্তমানে এ টিমের প্রধান করা হয়েছে দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালামকে। তার নেতৃত্বে তিন সদস্যের নতুন একটি টিম এখন আইভীর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবেন।

দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র এসব বিষয়টি জানিয়েছে।

নারায়ণগঞ্জের পঞ্চবটিতে পার্ক নির্মাণ, দোকান ও ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগ আনা হয়েছে মেয়র আইভীর বিরুদ্ধে।

দুদকের দায়িত্বশীল সূত্র জানায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের একটি প্রতিবেদনকে আমলে নিয়ে মেয়র সেলিনা হায়াৎ আইভীর দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। চলতি বছরের অক্টোবরে দুদক এ অনুসন্ধান কাজ শুরু করে।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top