সকল মেনু

ভারত-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক জানুয়ারিতে

1451146392আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ২৭ ডিসেম্বর :  ভারত-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে ২০১৬ সালের ১৫ জানুয়ারিতে। ধারণা করা হচ্ছে পাকিস্তানে মোদীর ঝটিকা সফরে ভারত-পাকিস্তান পরবর্তি পর্যায়ের আলোচনা শুরু হওয়ার সময় নির্ধারণ করা হয়।
এর আগে সবাইকে চমকে দিয়ে আফগানিস্তান থেকে দেশে ফেরার পথে পাকিস্তান সফরে গিয়ে প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছাও জানান তিনি।
রাশিয়া সফর শেষে আফগানিস্তান হয়ে দেশে ফেরার কথা ছিল মোদীর। কিন্তু কোনো ঘোষণা ছাড়া আকস্মিকভাবে পাকিস্তানে যাত্রাবিরতি করেন তিনি। নরেন্দ্র মোদির কার্যালয়ের একটি সূত্র বলছে, শুক্রবার সকাল ১১টায় শরিফকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে লাহোরে যাওয়ার বিষয়টি স্থির হয়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top