সকল মেনু

কুড়িগ্রামে তিন দিন ব্যাপী বিজয় উৎসব শুরু

index কুড়িগ্রাম প্রতিনিধি: স্বাধীনতা বিরোধী চক্র ও জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কুড়িগ্রামে তিন দিন ব্যাপী বিজয় উৎসব শুরু হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে কুড়িগ্রাম শহীদ মিনার চত্বরে সোমবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবি ও মুক্তিযুদ্ধের বীরশহীদদের স্বরণের মাধ্যমে এ উৎসবের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোঃ জাফর আলী। পরে শহীদ বুদ্ধিজীবি স্বরণে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কুড়িগ্রাম জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা হারুন উর রশিদ লাল, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, আওয়ামীলীগ নেতা ও দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক ছানালাল বকসী, জাসদ নেতা এমাদাদুল হক এমদাদ, বাসদ নেতা মোনাব্বর হোসেন মিন্টু, সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি জুলকারনাইন স্বপন, সাম্প্রতিক কুড়িগ্রামের সভাপতি শাহানুর রহমান, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক শুব্রতা রায়, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক ফালগুনী তরফদার, ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ, সাধারণ সম্পাদক দুলাল বোস প্রমূখ। পরে পরম্পরা , জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, উদীচী কুড়িগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এ উৎসব ১৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top