সকল মেনু

প্যারিস জলবায়ু সম্মেলন, চূড়ান্ত খসড়া চুক্তিতে ঐকমত্য

Paris1449895013আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ১২ ডিসেম্বর :  টানা দুই সপ্তাহ বৈঠক শেষে প্যারিসে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো চূড়ান্ত খসড়া চুক্তির ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে।ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিউসের কার্যালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
গত ৩০ নভেম্বর ১৯৫টি দেশের প্রতিনিধি প্যারিসে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দেন। সম্মেলনে ধরিত্রীকে বাঁচাতে কার্বন নিঃসরণ কমানোর জন্য কর্মপন্থা নির্ধারণ ও এ বিষয়ে একটি দীর্ঘমেয়াদি চুক্তিতে পৌঁছানোর কথা ছিল বিশ্বনেতাদের। চূড়ান্ত খসড়ায় বেশির ভাগ বিষয়ে বিশ্বের অধিকাংশ রাষ্ট্র একমতে পৌঁছালেও দুটি বিষয়ে মতদ্বৈথতা দেখা দেয়। এর একটি হচ্ছে- সবুজ জলবায়ু তহবিলে শিল্পোন্নত দেশগুলোর পাশাপাশি ভারত ও চীনসহ উদীয়মান অর্থনীতির দেশগুলোর অর্থ দেওয়ার বিষয়। দ্বিতীয়টি হচ্ছে রাষ্ট্রগুলো কার্বন নিঃসরণ কমানোর যে অঙ্গীকার করেছে, তা ঠিকঠাক বাস্তবায়ন হচ্ছে কি না, তা যাচাইয়ের জন্য প্রতি পাঁচ বছর পর পর্যালোচনা করে দেখা। শিল্পোন্নত ও স্বল্পোন্নত দেশগুলো প্রস্তাবটি উত্থাপন করলেও ভারত ও মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলো এই পর্যালোচনা ১০ বছর পরপর করার দাবি জানিয়েছিল। এ মতদ্বৈথতার ফলে আলোচনার মেয়াদ একদিন বাড়ানোও হয়েছিল।
শনিবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ও সম্মেলনের সভাপতি লরা ফ্যাবিউসের কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, চূড়ান্ত খসড়ার ব্যাপারে অংশগ্রহণকারী দেশগুলো ঐকমত্যে পৌঁছেছে। গ্রিনিচ মান সময় সকাল সাড়ে ১০টায় এ খসড়া উত্থাপন করা হবে।
ওই কর্মকর্তা বলেন, ‘উত্থাপনের জন্য বিষয়বস্তু আমাদের হাতে এসেছে।’ জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষায় এখন এই খসড়া অনুবাদ করা হবে বলে জানান ওই কর্মকর্তা।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top