সকল মেনু

রোকেয়া পদক পাচ্ছেন বিবি রাসেল ও তাইবুন নাহার

1449571170নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০৮ ডিসেম্বর : চলতি বছর রোকেয়া পদক পাচ্ছেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল ও কবি তাইবুন নাহার রশীদ (মরণোত্তর)। মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার রোকেয়া পদক দেয়া হবে। প্রত্যেকে এক লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক এবং একটি সম্মাননাপত্র পাবেন।
তাঁতশিল্প ও তাঁতীদের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখায় বিবি রাসেলকে এই পুরস্কার দেয়া হচ্ছে।
অন্যদিকে তাইবুন নাহার ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় বাংলা ভাষায় কবিতা লিখে সরকারের রোষানলে পড়েন। ১৯৭১ সালে দেশে অসহযোগ আন্দোলনে অংশ নিয়ে তিনি ঢাকায় মেয়েদের প্রশিক্ষণ দেন। এজন্য নয় মাস আত্মগোপনেও থাকতে হয়েছিল তাকে।
নারী শিক্ষার বিস্তার, নারীর সামাজিক অধিকার প্রতিষ্ঠা, নারী জাগরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার প্রতিবছর এই পদক দিয়ে থাকে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top