সকল মেনু

অর্থনৈতিক মন্দায়ও দেশের অর্থনীতি এগুচ্ছে: অর্থমন্ত্রী

mohit1449574428অর্থ ও বাণিজ্য  ডেস্ক,  হটনিউজ২৪বিডি.কম ০৮ ডিসেম্বর : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিশ্বে যখন অর্থনৈতিক মন্দায় জর্জরিত তখন বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে বিনোয়োগ বেড়েছে, রাজস্বও বেড়েছে। এজন্য সরকারের বাজেটের আকারও বাড়ছে। বাংলাদেশ স্বল্প আয় থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে।
মঙ্গলবার বিকেলে সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী আরো বলেন, বেতন কাঠামো কার্যকরের আদেশ আইন মন্ত্রণালয়ে অপেক্ষমাণ রয়েছে। আজকালের মধ্যে এটি অর্থ মন্ত্রণালয়ে আসবে। সপ্তাহখানেকের মধ্যে বেতন কাঠামো কার্যকরের আদেশ জারি করা হবে।
আবুল মাল আবদুল মুহিত বলেন, চলতি অর্থবছরের বাজেটে বিদ্যুৎ, জ্বালানি ও পরিবহন খাতকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। তবে আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও স্যানিটেশন খাতকে বেশি অগ্রাধিকার দেয়া হবে। আগামী বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা হতে পারে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সদ্য সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক শফিুকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top