সকল মেনু

তিন দফা দাবিতে নড়াইলে প্রতিবন্ধীদের মানববন্ধন

Narail-01 (08.06.13)নড়াইল প্রতিনিধি:সন্তান না কাঁদলে মাও দুধ দেয় না। এ শ্লোগানকে সামনে রেখে নড়াইল প্রতিবন্ধী নাগরিক অধিকার পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুন) নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পরিষদের সভাপতি মাহাবুবুর রহমান, নীলরতন বিশ্বাস, সাব্বির হোসেন, জোবাইদা খানম, শাহিদুজ্জামান নান্নু, মহিতোষ বিশ্বাস প্রমুখ।

প্রতিবন্ধীরা বলেন, জাতীয় বাজেটে প্রতিবন্ধীদের জন্যবিশেষ বরাদ্দসহ ‘প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রণালয় গঠন এবং জাতীয় সংসদে ৩৫টি ও স্থানীয় সরকারের সবস্তরে দুটি করে সংরক্ষিত জনপ্রতিনিধির ব্যবস্থা রাখতে হবে। এছাড়া জাতিসংঘ সনদের আলোকে প্রতিবন্ধীদের অধিকার ও বৈষম্যহীন আইন প্রণয়ন করতে হবে।

মানববন্ধন শেষে প্রতিবন্ধীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top