সকল মেনু

পররাষ্ট্রনীতির রূপরেখা প্রকাশ করেছেন নওয়াজ

PakistanNawaz1 (1)আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের পররাষ্ট্রনীতির রূপরেখা প্রকাশ করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। প্রতিবেশি দেশগুলোর সঙ্গে শিগগিরই সুসম্পর্ক ও শান্তি প্রতিষ্ঠার মতো বিষয়গুলোর দিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে নওয়াজ বলেন, শান্তি ও পুনর্গঠন প্রক্রিয়ায় আফগানিস্তানের সঙ্গে একাত্ম হতে চায় পাকিস্তান। জম্মু ও কাশ্মিরসহ নানা বিষয়ে ভারতের সঙ্গে দ্বিমত কমিয়ে, সম্পর্কের উন্নয়ন দরকার বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে অভিন্ন স্বার্থ রক্ষায় গুরুত্ব দেয়াসহ, চীন ও রাশিয়াকে পাকিস্তানের বন্ধুরাষ্ট্র এবং অর্থনৈতিক অংশীদার বলে উল্লেখ করেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top