সকল মেনু

ট্রেনের ধাক্কায় টেম্পু চালকসহ নিহত ২

1432650342_104789নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১২ সেপ্টেম্বর : টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকাগামী মৈত্রী ট্রেনের ধাক্কায় টেম্পু চালকসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের কলিমাজানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামের মো. সামু মিয়ার ছেলে টেম্পু চালক মান্নান (৪৫) ও কলিমাজানী গ্রামের আজগর আলীর ছেলে নয়া মিয়া (৩৫)। এছাড়া স্বপ্না নামে এক কলেজছাত্রী আহত হয়েছেন। স্বপ্নার বাড়ি কলিমাজানী গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কলিমাজানী এলাকায় যাত্রীবাহী একটি টেম্পু বঙ্গবন্ধু সেতু রেল লাইন অতিক্রম করছিলো। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা বাংলাদেশ-ভারত মৈত্রী এক্সপ্রেস ট্রেন টেম্পুটিকে ধাক্কা দেয়। এতে টেম্পুটি দুমড়ে-মুচড়ে রেল লাইন থেকে ছিটকে নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এসময় টেম্পুতে থাকা রাজাবাড়ী কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্রী স্বপ্না লাফিয়ে পড়লে প্রাণে বাঁচলেও আহত হন।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফকরুল ইসলাম জানান, লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top