সকল মেনু

ভারতকে সতর্ক করে দিলেন পাকিস্তান সেনা প্রধান

1441621453আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ০৭ সেপ্টেম্বর: পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহিল শরীফ বলেছেন, কোনো বহি: শত্রু যদি তার দেশের দিকে নজর দেয় তাহলে তাকে চরম মূল্য দিতে হবে। ভারত-পাকিস্তানের মধ্যে ১৯৬৫ যুদ্ধর ৫০ বছর পূর্তি উপলক্ষে রাওয়ালপিন্ডির সেনা সদরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সেনাবাহিনী প্রধান রাহিল বলেন, আমি আবারো এটা বলতে চাই যে, আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো ধরণের বাহ্যিক আক্রমণ সামলানোর সক্ষমতা রাখে। যদি কোনো শত্রু সেনা অভিযানের কথা ভাবে- হোক সেটা ছোট কিংবা বড়, স্বল্প মেয়াদি বা দীর্ঘ মেয়াদি, আক্রমণকারীকে এর জন্য চরম মূল্য দিতে হবে। উল্লেখ্য, তার এই বক্তব্য এসেছে ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল দালবির সিং এর গত মঙ্গলবারের কথার প্রতি উত্তর হিসেবে। জম্মু ও কাশ্মীরে ক্রমাগত অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গ করে পাকিস্তানি সেনাবাহিনীর গোলাগুলির দিকে ইঙ্গিত করে তিনি বলেছিলেন, ভারত দ্রুত ও সংক্ষিপ্ত যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। জম্মু ও কাশ্মীরের সমস্যাকে আইনী ইস্যু উল্লেখ করে পাকিস্তান সেনাপ্রধান বলেন, জাতিসংঘের সনদ অনুসারে স্থানীয় জনগণের ভোটে নির্ধারিত করা হোক এই বিবাদপূর্ণ অঞ্চল কোন দেশে অন্তর্ভূক্ত হবে। দ্য হিন্দু
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top